প্যানিক ডিজঅর্ডার কী?
প্যানিক ডিজঅর্ডার একটি মানসিক সমস্যা। প্যানিক ডিজঅর্ডার কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম। বর্তমানে তিনি আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫১৫তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : প্যানিক ডিজঅর্ডার বিষয়টি কী?
উত্তর : প্যানিক ডিজঅর্ডার মূলত অ্যাংজাইটি ডিজঅর্ডার। একে বাংলায় আমরা উদ্বেগ বলি। অ্যাংজাইটি ডিজঅর্ডার আসলে নিউরোটিক ডিজঅর্ডার বা স্ট্রেস সম্পর্কিত ডিজঅর্ডার। সব একসঙ্গে মিলিয়ে অ্যাংজাইটি ডিজঅর্ডার। এর মধ্যে একটি হলো, প্যানিক ডিজঅর্ডার। একিউট এপিসোডিক অ্যাংজাইটি ডিজঅর্ডার। একিউট মানে তীব্রভাবে, এডিসোডিক মানে মাঝামাঝি হয়, আর অ্যাংজাইটি মানে উদ্বেগ। তাহলে এই তিনটি শব্দ দিয়ে কিন্তু আমরা প্যানিক ডিজঅর্ডারকে বিশ্লেষণ করতে পারি। একিউট মানে সাংঘাতিকভাবে হবে, কঠিনভাবে হবে। রোগী মনে করছে আমি মরে গেলাম। আমার আর বোধ হয় বাঁচার পথ নেই। এপিসোডিক হলো, মাঝেমধ্যে আসবে। আজকে হলো, ১০ দিন পর আবার হতে পারে, এক মাস পরে আবার হতে পারে। অনেক সময় ঘন ঘন হতে পারে। আর অ্যাংজাইটি, উদ্বেগের যেসব লক্ষণ থাকে, সব লক্ষণ এখানে থাকবে। সুতরাং এই শব্দগুলো দিয়ে আমরা প্যানিক অ্যাটাককে ব্যাখ্যা করতে পারছি।