শক্তিবর্ধক পানীয়, বিঘ্নিত রক্তচাপ
আমরা অনেকেই জানি, শক্তিবর্ধক পানীয় বা এনার্জি ড্রিংক প্রভাব ফেলে হার্টের ওপর; শিশুদের অমনোযোগিতা এবং ঘুমের সমস্যারও কারণ হতে পারে এটি। সম্প্রতি নতুন গবেষণায় উঠে এসেছে আরো একটি তথ্য। বলা হচ্ছে, শক্তিবর্ধক পানীয় প্রভাব ফেলে দেহের রক্তচাপের ওপরও। এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। গবেষণাটি পরিচালিত হয় মায়ো ক্লিনিকে; এটি কিছুদিনের মধ্যেই উপস্থাপন করা হবে যুক্তরাষ্ট্রের কলেজ অব কার্ডিওলজিতে। ভারতের ওয়েবসাইট এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে এই তথ্য।
গবেষণায় বলা হয়, যাদের নিয়মিত ক্যাফেইন গ্রহণ করার অভিজ্ঞতা নেই, তাদের শক্তিবর্ধক পানীয় গ্রহণের ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি অ্যালকোহলবিহীন পানীয় পানেও এ ধরনের কোনো পরিবর্তন দেখা যায় না।
গবেষণার প্রধান এনা ভাতিকোভা বলেন, ‘শক্তিবর্ধক পানীয় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। আমি এবং কয়েকজন মিলে গবেষণা করে দেখেছি, শক্তিবর্ধক পানীয় রক্তচাপ বাড়িয়ে দেয়।’
এর সঙ্গে এনা ভাতিকোভা যোগ করেন, ‘এখন আমরা দেখছি, ক্যাফেইন না গ্রহণ করলেও এর চেয়ে বেশি ঝুঁকি থেকে যায়।’
গবেষকরা ২৫ জন স্বাস্থ্যবান তরুণ, যাঁদের বয়স ১৯ থেকে ৪০-এর মধ্যে, তাঁদের ওপর পরীক্ষা চালান। বাজারে পাওয়া যায় এমন শক্তিবর্ধক পানীয় তাঁদের পান করতে দেওয়া হয়। গবেষণাটি করা হয় যাঁরা কম ক্যাফেইন গ্রহণ করেন (প্রতিদিন ১৬০ মিলিগ্রামের কম) এবং যাঁরা নিয়মিত ক্যাফেইন গ্রহণ করেন তাঁদের মধ্যে।
শক্তিবর্ধক পানীয় পানের ৩০ মিনিট পর পরীক্ষা করে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা নিয়মিত ক্যাফেইন গ্রহণ করেন না, তাঁদের রক্তচাপ অনেক বেড়ে যাচ্ছে।
ডক্টর ভাতিকোভা বলেন, ‘রক্তচাপ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি থাকে, তরুণরাও এই ঝুঁকির বাইরে নয়। তাই এনার্জি ড্রিংক পান থেকে বিরত থাকাই ভালো।’