একাধিক পদে নিয়োগ দেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে ১৩টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আরকাইভস), হিসাবরক্ষক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আরকাইভস), জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি), সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, লিফট অপারেটর, দপ্তরী, বুক সর্টার, রেকর্ড সর্টার ও অফিস সহায়ক।
পদসংখ্যা
মোট ২৩ জন।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ন্যূনতম ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে (www.nanl.gov.bd এবং http://nanl.teletalk.com.bd) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ জানুয়ারি, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে