একাধিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ কেবল শিল্প
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বাকেশি)। ১৭ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
উপসহকারী প্রকৌশলী (আইটি সেল), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক), নিরীক্ষা কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ক্যান্টিন সহকারী, ভান্ডার সহকারী, মেশিন অপারেটর, প্রকর্মী (টেস্টিং ও ল্যাব), ইলেকট্রিশিয়ান/ প্রকর্মী, লেদ অপারেটর, প্রকর্মী (মেকানিক্যাল), প্রকর্মী (ওয়েল্ডার), প্রকর্মী (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং), প্রকর্মী (অটোমোটিভ), গাড়িচালক, সাহায্যকারী (উৎপাদন/ রক্ষণাবেক্ষণ) ও নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা
মোট ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে www.bcsl.gov.bd এই ঠিকানায়।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পো. সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬।
আবেদনের শেষ তারিখ
১২ এপ্রিল, ২০২০।
সূত্র : www.bcsl.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে