একাধিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। ১৭টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী প্রকৌশলী, সিকিউরিটি ইন্সপেক্টর, উপ-সহকারী প্রকৌশলী, স্টোর কিপার, অফিস সহকারী, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, উচ্চ দক্ষ কারিগর, দক্ষ কারিগর গার্ড ড্রাইভার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি/ এমএসসি অথবা ডিপ্লোমা পাস/ স্নাতক/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক বা ভোকেশনাল পাস প্রার্থীরা বিভিন্ন পদে জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয় পত্র নম্বর উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
আবেদনের শেষ তারিখ
২৪ এপ্রিল, ২০২১।
সূত্র : বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে