একাধিক পদে নিয়োগ দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদ গুলোতে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অধ্যাপক (গণিত), সহকারী অধ্যাপক (গণিত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ), সহযোগী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রভাষক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, লোকপ্রশাসন বিভাগ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অথবা উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন
অধ্যাপক: ৫৬,৫০০-৭৪, ৪৪০ টাকা (গ্রেড-৩)
সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১, ২০০ টাকা (গ্রেড ৪)
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭, ০১০ টাকা (গ্রেড ৬)
প্রভাষক: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড ৯)
আবেদন প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে।
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১২ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭ সেট আবেদন ফরম জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফি ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৩ ডিসেম্বর, ২০২১।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট (http://brur.ac.bd)।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে