এসএসসি পাসে রংপুরে নিয়োগ দেবে আজকের ডিল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ডিল ডটকম। প্রতিষ্ঠানটিতে ‘ডেলিভারিম্যান / ফুলটাইম কালেক্টর (শুধুমাত্র রংপুর সিটির জন্য)’ পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
ডেলিভারিম্যান / ফুলটাইম কালেক্টর (শুধুমাত্র রংপুর সিটির জন্য)
যোগ্যতা
প্রার্থীকে এসএসসি / এইচএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাঠাও, ডেলিভারি / কুরিয়ার কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। স্মার্টফোন থাকতে হবে এবং অপারেট করাতে দক্ষ হতে হবে। স্মার্টফোন, নিজস্ব বাইসাইকেল না থাকলে এবং রংপুর এর অধিবাসী না হলে আবেদনের প্রয়োজন নেই। বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। উদ্যমী এবং স্মার্ট হতে হবে। এনআইডি / পাসপোর্ট থাকতে হবে। পারসোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
বেতন
৬০০০/- (মাসিক)
কোম্পানির সুযোগ সুবিধাদি
৩০ টাকা কমিশন দেওয়া হবে প্রতি কালেকশন / ডেলিভারির জন্য।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের করা যাবে আগামী ১৭ জুন, ২০২১ পর্যন্ত।
সূত্র : বিডিজবস