ক্যারিয়ার গড়ুন ন্যাশনাল ব্যাংকে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র অফিসার টু অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র অফিসার টু অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে। তবে কোনো ধরনের থার্ড ক্লাস গ্রহণযোগ নয়। তাই ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকলেই আবেদন করা যাবে। বাণিজ্যিক ব্যাংকে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফরেন এক্সচেঞ্জ অপারেশন, ইন্টার পারসোনাল, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এছাড়া নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (লিংক) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস।