ক্যারিয়ার গড়ুন মার্কেন্টাইল ব্যাংকে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, লিগ্যাল অ্যান্ড কম্প্লায়েন্স অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, লিগ্যাল অ্যান্ড কম্প্লায়েন্স অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট)
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। অ্যাসেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (লিগ্যাল অ্যান্ড কম্প্লায়েন্স অফিসার)
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এলএলবি ও এলএলএম ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। অ্যাসেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ন্যূনতম তিন বছর লিগ্যাল অ্যান্ড কম্প্লায়েন্স অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মার্কেন্টাইল ব্যাংকের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা রঙিন ছবি, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে :
ঠিকানা : সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রির্সোসেস ডিভিশন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ৬১ দিলকুশা সি/এ, ঢাকা ১০০০।
আবেদনের শেষ তারিখ
৩ নভেম্বর, ২০২২।
সূত্র : ঢাকা পোস্ট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে