ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ল্যাব টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা
প্রার্থীর যেকোনো স্বীকৃত অ্যাকাডেমিক প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি ইন (ল্যাব)-এ ন্যূনতম ডিপ্লোমা থাকতে হবে। হাসপাতাল/ ব্লাড সেন্টার/ ক্লিনিক/ স্বাস্থ্যকেন্দ্র/ সাধারণ অনুশীলন ইত্যাদিতে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটি বহু-সাংস্কৃতিক এবং বহু-শৃঙ্খলা দলের অংশ হিসাবে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। গ্রামীণ পরিবেশে কাজ করার ক্ষমতা। ভালো কম্পিউটার দক্ষতা, বিশেষ করে এমএস অফিস এবং ডেটা এন্ট্রি টেমপ্লেটগুলিতে। ভালো সমন্বয় দক্ষতা এবং চাপ মোকাবেলা করার ক্ষমতা। কথ্য এবং লিখিত উভয় ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীলতা। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতি মেনে চলা RCRC আন্দোলনের আচরণবিধি অনুসারে সর্বদা কাজ করা
যারা উচ্চ স্তরের প্রেরণা এবং ভালো যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা প্রদর্শন করবে সেসকল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সততা এবং উচ্চ স্তরের পেশাদার সততা।
কর্মস্থল
মাগুরা (শ্রীপুর)
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে প্রারবেন।
আবেদনের শেষ তারিখ
৫ জানুয়ারি,২০২৩।
সূত্র : বিডিজবস