ঢাকায় নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, যোগ্যতা স্নাতক পাস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিলেশনশিপ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকক, লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। নেগশিয়েশন স্কিল থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে সিদ্ধহস্ত হতে হবে। যোগাযোগদক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজ ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর ন্যুনতম বয়স ২২ বছর হতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
১২ নভেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস