ঢাকায় নিয়োগ দেবে ইউএস বাংলা গ্রুপ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপের অধীন শপ লাভার ডটকম। প্রতিষ্ঠানটিতে ‘সেলস কনসাল্ট্যান্ট / সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস কনসাল্ট্যান্ট / সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা
মোট পাঁচ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্যে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিকেশন, ক্রিয়েটিভটি, দল পরিচালনা, টেলি মার্কেটিং, টেলিকমিউনিকেশন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সেলস মার্কেটিং, কাস্টমার সাপোর্ট/ ক্লায়েন্ট সার্ভিস, ই-কমার্স, ই-কমার্স অপারেশন, এফসিজি সেলস ও মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে। এছাড়াও মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ মার্চ, ২০২২।
সূত্র : বিডিজবস