ঢাকায় নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র এক্সিকিউটিভ – অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, এমএস এক্সেলের কাজে দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। উপস্থাপনার কৌশল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস