নিয়োগ দেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অধ্যাপক, সহযোগী অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, মানবিক), সহকারী অধ্যাপক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), প্রভাষক (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজি, মানবিক বিভাগ), প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, সেকশন অফিসার (গ্রেড-২), সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং) (বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট), টেকনিশিয়ান (ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট), ট্রান্সপোর্ট হেলপার, ল্যাব অ্যাটেনডেন্ট (সিভিল ইঞ্জিনিয়ারিং), অফিস সহায়ক ও নিরাপত্তা গার্ড।
পদসংখ্যা
মোট ৩৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করে সঙ্গে পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপিসহ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা।
আবেদনের শেষ তারিখ
৩১ মার্চ, ২০২২।
সূত্র: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে