নিয়োগ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। সুরক্ষা সেবা বিভাগ পাঁচটি পদে মোট ১১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশ সরকার , অফিস সহায়ক।
পদসংখ্যা
পাঁচটি পদে সর্বমোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১২, ১৪, ১৬, ১৭) বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ssd.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৫ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ২৪ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : www.ssd.gov.bd।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে