প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দশম গ্রেডের পদে বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দপ্তরসমূহের 'ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারস' পদের বাছাই পরীক্ষা আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে চার শিফটে মোট ৭ হাজার ৮৭২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষাটি রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে বিকেল ৩ টা থেকে ৪ টায় অনুষ্ঠিত হবে৷
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (www.bosc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে পূনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে