স্নাতক পাসে নিয়োগ দেবে মানবিক সাহায্য সংস্থা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। প্রতিষ্ঠানটিতে ‘শাখা হিসাবরক্ষক ’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
শাখা হিসাবরক্ষক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে বানিজ্য বিভাগ থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকাল ছয় মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে। সংস্থার যেকোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগদানের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকুরিতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থায় প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন
শিক্ষানবিশকালে প্রথম তিন মাস সর্বসাকুল্যে মাসিক বেতন ১৪,০০০-১৫,০০০ টাকা, পরবর্তী ০৩ মাস সর্বসাকুল্যে মাসিক বেতন ১৫,০০০-১৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ১৯,৫০০-২০,৬০০ টাকা।
কোম্পানির সুযোগ সুবিধাদি
চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত নারী প্রার্থীদের পার্শ্ববর্তী উপজেলায় এবং পুরুষ প্রার্থীদের পাশ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে (সুযোগ থাকা সাপেক্ষে)
আবেদনে প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৮ জানুয়ারি , ২০২২।
সূত্র : বিডিজবস।