১০০ জনকে নিয়োগ দেবে এসইইপি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (এসইইপি)। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র ক্রেডিট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র ক্রেডিট অফিসার।
পদসংখ্যা
১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক/ ডিগ্রি পাস বা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন যাবে যাবে।
কর্মস্থল
গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ।
বেতন
এক মাস প্রশিক্ষনকালে ৪,৫০০/- টাকা, ছয় মাস শিক্ষানবীশকালে ১২,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল মোতাবেক মোট ১৮,৮৫৬/- টাকা। মোবাইল ভাতা, ট্রাভেলিং ভাতা, খাদ্য ভাতাসহ। সাপ্তাহিক ছুটি দুইদিন। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৩১ জানুয়ারি, ২০২৩।
সূত্র : বিডিজবস