১০৬ জনকে নিয়োগ দেবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। আটটি পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী মেডিকেল কর্মকর্তা (মহিলা), সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, আইপিই, কেমিক্যাল, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস), উপসহকারী প্রকৌশলী (সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল), অফিস সহাকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা
আটটি পদে সর্বমোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ আইপিই/ কেমিক্যাল/ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের http://jgtdsl.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ১ ডিসেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ২৬ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : যুগান্তর, ২৪ নভেম্বর, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে