১৪৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ছয়টি পদে মোট ১৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (সাধারণ) ও সহকারী কর্মকর্তা (হিসাব)।
পদসংখ্যা
১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)—২০টি পদ
২. সহকারী ব্যবস্থাপক (হিসাব)—৩০টি পদ
৩. সহকারী প্রকৌশলী—২৫টি পদ
৪. উপসহকারী প্রকৌশলী—৪৩টি পদ
৫. সহকারী কর্মকর্তা (সাধারণ)—২২টি পদ
৬.সহকারী কর্মকর্তা (হিসাব)—৫টি পদ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স চলতি বছরের ২৫ মার্চে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন ফি
সব পদের আবেদন ফি ২৫০/-টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://tgtdcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৬ অক্টোবর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ৫ নভেম্বর, ২০২০ বিকেল ৫টায়।
সূত্র : তিতাস গ্যাস ওয়েবসাইট ।