২৫৯ জনকে নিয়োগ দেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। দুইটি বিপরীতে মোট ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার), সাব- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার)।
পদসংখ্যা
মোট ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ও পাওয়ার বিষয়ে বিএসসি অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে পিজিসিবি’তে কর্মরত অথবা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন-ভাতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৫০,০০০/-টাকা (গ্রেড-৭) এবং
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৩৫,০০০/- টাকা (গ্রেড-৮)।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://pgcb.teletalk.com.bd)।
আবেদনের শেষ তারিখ
৭ মার্চ, ২০২১।
সূত্র : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে