২৮৮ জনকে নিয়োগ দেবে দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই তিন পদে মোট ২৮৮ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কোর্ট পরিদর্শক।
পদসংখ্যা
তিনটি পদে সর্বমোট ২৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
সহকারী পরিচালক পদের বেতন ২২,০০০-৫৩০৬০/-টাকা, উপসহকারী পরিচালক, কোর্ট পরিদর্শক পদের বেতন ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://acc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২০ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬ টায়।
সূত্র : দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে