৪৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ১০টি পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।
পদের নাম
সহকারী পরিচালক (কারিগরি), সহকারী পরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব), সহকারী পরিচালক (আইন), উপসহকারী পরিচালক (কারিগরি), ব্যক্তিগত কর্মকর্তা, ফটোগ্রাফার, ব্যক্তিগত সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক।
পদসংখ্যা
মোট ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অথবা স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://btrc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ১২ জুলাই, ২০২০ সকাল ১০টা থেকে ১২ আগস্ট, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
লিঙ্ক : https://bit.ly/BRTCjob47