৬৫ জনকে নিয়োগ দেবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সাতটি ভিন্ন পদের বিপরীতে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হব। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী প্রকৌশলী/ সহকারী ব্যবস্থাপক (কারিগরি), সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা), উপ-সহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (কারিগরি), সহকারী কর্মকর্তা (সাধারণ), সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব)।
পদসংখ্যা
সাতটি পদে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ঠ বিষয়ে স্নাতকোত্তর/ স্নাতক / ডিপ্লোমা / বিএসসি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bgdcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ মার্চ, ২০২১।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ ফেব্রুয়ারি, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে