তরুণদের জন্য ব্রিটিশ কাউন্সিলে চাকরি, বেতন ৯২ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ‘প্রোজেক্ট ম্যানেজার আর্টস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বাংলাদেশের শিল্পকলা সম্পর্কে অত্যন্ত জ্ঞানসম্পন্ন হতে হবে এবং ব্রিটেনের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। শিল্পকলা বা শিল্পকলা ব্যবস্থাপনায় প্রথম বিভাগে উত্তীর্ণ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯২ হাজার ৩০০ টাকা। এ ছাড়া যাতায়াত ভাতা হিসেবে আট হাজার টাকাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট (bit.ly/2k1o7RY) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
সূত্র : লিংকড ইন