ব্রিটিশ কাউন্সিলে চাকরি, বেতন প্রতি মাসে দুই লাখ ২৬ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। ‘সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার, লাইব্রেরিজ আনলিমিটেড’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। পিএমপি (PMP), প্রিন্সটু (Prince2) এবং অ্যাজাইল (Agile)—এই তিনটির মধ্যে যেকোনো একটিতে প্রোজেক্ট ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে দুই লাখ ২৬ হাজার টাকা। পাশাপাশি আট হাজার টাকা যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট (bit.ly/2mSn4l5) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।
দেখে নিন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির অংশবিশেষ :