জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, বেতন এক লাখ ২৯ হাজার টাকা
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘প্রোগ্রাম অফিসার এসসি এইট (আরই-এডি)’ পদে কক্সবাজার জেলায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
সোশ্যাল সায়েন্স, নিউট্রিশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বা রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী, বিশেষত মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে বেতন দেওয়া হবে এক লক্ষ ২৯ হাজার ২১ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইট (bit.ly/2mpiNaN) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম