ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন এক লক্ষ ৬১ হাজার টাকা
আকর্ষণীয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন ঢাকা। ‘সিনিয়র প্রেস অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে রাষ্ট্রবিজ্ঞান, যোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন বা ইংরেজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং সোশ্যাল মিডিয়া সাইট চালনায় সক্ষমতা থাকতে হবে।
বেতন
প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে এক লক্ষ ১৭ হাজার ৮৭৬ টাকা থেকে এক লক্ষ্য ৬১ হাজার ৭৯২ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইট (bit.ly/2mrMcOV) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।