তরুণদের জন্য জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামে আকর্ষণীয় চাকরি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রাম (ইউএনডিপি)। ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরই-এডি)’ এবং ‘ম্যাক্রো ইকোনমিস্ট (আরই-এডি)’ পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
পরিবেশ বিজ্ঞান বা ব্যবস্থাপনা, অর্থনীতি, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, আইসিটি, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যাক্রো ইকোনমিস্ট
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন, পরিবেশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে প্রার্থীর প্রযুক্তিগত জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে ‘bit.ly/2nFfVaQ’ এবং ম্যাক্রো ইকোনমিস্ট পদে ‘bit.ly/2npUHgC’ ঠিকানায় আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
দেখে নিন ইউএনডিপির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির অংশবিশেষ :