মার্কিন দূতাবাসে তরুণদের জন্য চাকরি, বেতন ৯৩ হাজার টাকা
তরুণদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল টেকনোলজি, ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অথবা কেমিস্ট্রি, ফিজিক্যাল বা বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৯৩ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
মার্কিং দূতাবাসের ওয়েবসাইটে (bd.usembassy.gov/) নির্দেশিত ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট (ইউএই) ফরমে (ফরম ডিএস-১৭৪) আবেদন করতে হবে।
আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে ‘সাউথ ব্যারিয়ার, ইউএস এমবাসি’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৬ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি :