প্রশাসনিক পদে চাকরি করুন জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। ন্যাশনাল আরবান পোভার্টি রিডাকশন প্রোগ্রামের (এনইউপিআরপি) জন্য ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট’ পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা, অর্থনীতি বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ট্রেনিং কোর্সে সনদপ্রাপ্ত প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে দুই বছরসহ মোট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
ইউএনডিপির ওয়েবসাইট (bit.ly/2n9TivY) থেকে অনলাইনে আবেদন করা যাবে ১৪ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
দেখে নিন ইউএনডিপির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির অংশবিশেষ :