তরুণদের জন্য কাজের সুযোগ দিচ্ছে টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন (ফ্রন্ট ডেস্ক) পদে একজনকে নিয়োগ দেবে। পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন (ফ্রন্ট ডেস্ক)।
যোগ্যতা
যেকোনো বিষয়ে মাস্টার্স/সমমান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্টে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ৩২ বছর। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন
নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ৩৭ হাজার ২৫৫ টাকা।
আবেদন প্রক্রিয়া
এই ওয়েবসাইট থেকে আবদেন ফরম ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ‘সিনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাইডাস সেন্টার (লেভেল-৪ ও ৫), হাউস-৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমণ্ডি আর/এ ঢাকা-১২০৯’ অথবা [email protected]-এ ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৫ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : চাকরি ডটকম