৩৮ জনকে নিয়োগ দেবে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কুমিল্লা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম অপারেশনাল প্ল্যানের অধীনে ‘কাজ নাই ভাত নাই’ ভিত্তিতে কিছু সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
ভলান্টিয়ার
পদসংখ্যা
এই পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। কর্মএলাকা/ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন ভাতা
প্রতিদিন ৫৫০ টাকা (দিন হিসেবে) করে প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ও জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখপূর্বক মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মেঘনা, কুমিল্লা বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ২৪ ডিসেম্বর, ২০১৮।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে