৬১০ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পে এবং রাজস্ব খাতের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি পদে মোট ৬১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
ভিএফএ, কম্পাউন্ডার, পোলট্রি টেকনিশিয়ান, এফএ (এ/আই)।
পদসংখ্যা
ভিএফএ পদে ২৬৯ জন,
কম্পাউন্ডার পদে ৭০ জন,
পোলট্রি টেকনিশিয়ান পদে ৯ জন এবং
এফ.এ (এ/আই) পদে ২৬২ জন সহ সর্বমোট ৬১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমাধ্যমি পাস বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীগণকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। তবে প্রশিক্ষণকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত ভাতা প্রদান করা হবে।
বেতন-ভাতা
ভিএফএ, কম্পাউন্ডার, পোল্ট্রি টেকনিশিয়ান ও এফএ (এ/আই) পদের বেতন ১০,২০০- ২৪৬৮০ (গ্রেড) টাকা।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট (www.job.dls.gov.bd) ।
আবেদনের শেষ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ২৮ এপ্রিল, ২০১৯ সকাল ১০ টায় এবং শেষ তারিখ ২৭ মে, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট