ফায়ার সার্ভিসে ১৭৮টি পদে নিয়োগ
স্মার্ট ক্যারিয়ার গঠনের পাশাপাশি যাঁরা মানবতার সেবায় ইচ্ছুক, তাঁরা যোগ দিতে পারেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। এ লক্ষ্যে স্টেশন অফিসার পদে ১৪১ জন ও স্টাফ অফিসার পদে ৩৭ জনকে নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদ্গুলোতে। স্টেশন অফিসার পদ শুধু পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত হলেও স্টাফ অফিসার পদে আবেদন করতে পারবেন পুরুষ ও নারী উভয়েই। আবেদনকারীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
বাংলাদেশের সব জেলার নাগরিক আবেদন করতে পারবেন আগামী ১৯ নভেম্বর তারিখের মধ্যে।
দৈনিক সমকালে ১৫ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত মূল বিজ্ঞাপনটি দেখুন :