বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশে লোকবল নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানিয়েছে।
মোট ৭৪টি পদের বিপরীতে অফিস সহকারী পদে আট জন, হিসাব সহকারী পদে একজন, স্টোরকিপার পদে দুজন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চারজন, ফোরম্যান পদে পাঁচজন, সিকিউরিটি কাম ফায়ার ফাইটিং সুপারভাইজার পদে একজন, টেকনিশিয়ান পদে ২৩ জন, ক্রেন/ হেভি ভেহিক্যাল অপারেটর পদে দুজন, টার্নার/ লেদ মেশিন অপারেটর পদে দুজন, ওয়েল্ডার পদে একজন, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে ১৭ জন ও নিরাপত্তা প্রহরী পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে।
এইচএসসি বা সমমান সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি কাম ফায়ার ফাইটিং সুপারভাইজার পদ্গুলোর জন্য। ফোরম্যান ও টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমান পাস। এ ছাড়া ক্রেন/ হেভি ভেহিক্যাল অপারেটর, টার্নার/ লেদ মেশিন অপারেটর, ওয়েল্ডার ও টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদের জন্য অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদ্গুলোতে আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞাপনটি দেখুন।