কুমিল্লায় নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে ডিআইসি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ডিআইসি ম্যানেজার
পদসংখ্যা
ডিআইসি ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রমে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওএসটি কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
প্রার্থীর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে
কর্মস্থল
কুমিল্লা
বেতন
১৮০৮০ টাকা
আবেদন প্রক্রিয়া
নির্বাচিত প্রার্থীদের উল্লেখিত কর্ম এলাকায় অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নম্বরসহ আগামী ৩০/০৫/২০১৯ ইং তারিখের মধ্যে মানব সমম্পদ বিভাগ, সেভ দ্য চিলড্রেন, বাড়ি-সি ডাব্লিউ এন (এ) ৩৫, রোড-৪৩, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ, বরাবর আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩০ মে, ২০১৯।
সূত্র : বিডিজবস