৫৯ কর্মকর্তা নেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চারটি পদে ৫৯ কর্মকর্তা নিয়োগ হবে। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারেন।
পদের নাম
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী ও ভাণ্ডার কর্মকর্তা পদে নিয়োগ হবে।
পদসংখ্যা
মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাৎস্য বিজ্ঞান/প্রাণিবিজ্ঞান বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন-স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা
উপসহকারী প্রকৌশলী পদে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং
ভাণ্ডার কর্মকর্তা পদে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ইনস্টিটিউটের সদর দপ্তর বা www.fri.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের ঠিকানা : মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-২২০১।
আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই ২০১৯ তারিখে অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...