এনসিসি ব্যাংকে ক্যারিয়ার গড়ুন
ন্যাশনাল ক্রেডিট ও কমার্স ব্যাংক লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটর ও আইটি সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনের জন্য বিস্তারিত :
অ্যাডমিনিস্ট্রেটর
একটি পদের বিপরীতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৯ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত। পদটির জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আইটি সিকিউরিটি ম্যানেজার
আইটি সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। পদটির জন্য আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগামী ১৯ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন ও ভাতা নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট আকৃতির ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আবেদন করা যাবে- ‘Human Resources Division, NCC Bank Bhaban, 13/1-2 Toyenbee Circular Road, Motijheel C/A, Dhaka-1000’ ঠিকানায়। খামের ওপরে সংশ্লিষ্ট পদের নাম মোটা অক্ষরে উল্লেখ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।