নিয়োগ দেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পে লোকবল নিয়োগ দেওয়া হবে। এ প্রকল্পে একটি পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী প্রকল্প পরিচালক
পদসংখ্যা
মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ২৭ জুলাই, ২০১৯ পর্যন্ত ন্যূনতম বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী (গ্রেড-৯) বেতন ২২,০০০ টাকা
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য (http://cvdp3.teletalk.com.bd) এই ঠিকানায় প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৮ জুলাই, ২০১৯ সকাল ১০টা এবং শেষ হবে আগামী ২২ আগস্ট, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র: http://cvdp3.teletalk.com.bd ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে