১৪৩ পদে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরে ১৮টি পদে মোট ১৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রভাষক (ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক), মেডিকেল অফিসারসহ মোট ১৬টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
১৬টি পদে সর্বমোট ১৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিইউএমএস এবং এক বছরের ইন্টার্নশিপসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ldamc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২০ আগস্ট, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ১২ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে