নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম। ‘ইক্যুইপমেন্ট কাম মোটর ড্রাইভার’ পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ইক্যুইপমেন্ট কাম মোটর ড্রাইভার।
পদ সংখ্যা
মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। হেভি ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ের সনদ থাকতে হবে। হেভি ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিংয়ে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটে অনলাইনের (jobscpa.org) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রাদান শুরু হয়েছে ২৬ আগস্ট, ২০১৯ সকাল ১০টা এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২টায়।
সূত্র : যুগান্তর, ২৫ আগস্ট, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে