১০৯ জনকে নিয়োগ দেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১টি পদে মোট ১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেকশন ইঞ্জিনিয়ার, স্টেশন কন্ট্রোলার, ট্রেইন অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট।
পদসংখ্যা
১১টি পদে মোট ১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা), পদার্থ, রসায়ন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে (www.mopa.gov.bd / www.rthd.gov.bd / www.dmtcl.gov.bd) ঠিকানায়।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন অ্যালিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : www.mopa.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...