নিয়োগ দিচ্ছে কৃষি উন্নয়ন করপোরেশন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৩টি শূন্য পদের বিপরীতে সহকারী সচিব পদে একজন, সহকারী প্রকৌশলী পদে আটজন, উপসহকারী প্রকৌশলী পদে নয়জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আটজন ও সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদে সাতজন নিয়োগ দেওয়া হবে।
সহকারী সচিব ও সহকারী প্রকৌশলী পদের জন্য বেতন ২০ হাজার ৩৭০ টাকা। এ ছাড়া উপসহকারী প্রকৌশলী পদের জন্য ১৬ হাজার ৫৪০ টাকা এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য ১৪ হাজার ২৫৫ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩০ নভেম্বর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। পদ্গুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ১১ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১১) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :