বাংলাদেশ বেতারে চাকরির সুযোগ
বাংলাদেশ বেতার বিভিন্ন কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ বেতার সাতটি পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে সব জেলার নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, রেডিও টেকনিশিয়ান, রিগার, হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও এমএলএসএস।
পদসংখ্যা
সাতটি পদে সর্বমোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.betar.gov.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ২০ অক্টোবর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ৬ নভেম্বর, ২০১৯ রাত ১২টায়।
সূত্র : বাংলাদেশ বেতারের ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে