সাউথইস্ট ব্যাংকে বিভিন্ন পদে চাকরি
ডেপুটি হেড, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, এক্সিকিউটিভ অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে সিএ পাস, সিএ ইন্টারমিডিয়েট বা সিএ কোর্স সম্পন্নকারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা
ডেপুটি হেড পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে ১৫ থেকে ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এ ছাড়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে আট বছর, প্রিন্সিপাল অফিসার পদে ছয় বছর, এক্সিকিউটিভ অফিসার পদে চার বছর ও সিনিয়র অফিসার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে প্রার্থীদের।
বয়স
১৫ নভেম্বর-২০১৫ তারিখে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ডেপুটি হেড পদের জন্য ৫০ বছর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রিন্সিপাল অফিসার পদের জন্য ৪৫ বছর এবং এক্সিকিউটিভ অফিসার ও সিনিয়র অফিসার পদের জন্য ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন www.southeastbank.com.bd ঠিকানায়। পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৯ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :