ট্রেইনি অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক
ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তরের একটিতে সিজিপিএ ৩ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।
বয়স
৩০ নভেম্বর-২০১৫ তারিখে আবেদনকারীর বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
বেতন
নির্বাচিতদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রথম বছরে ২৫ হাজার টাকা ও দ্বিতীয় বছরে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। যোগ্যতা ভিত্তিতে চাকরি স্থায়ীকরণের পর নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৪৪ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (www.southeastbank.com.bd) মাধ্যমে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ৩ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :