স্কয়ার গ্রুপে এক্সিকিউটিভ পদে ক্যারিয়ার
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড এক্সিকিউটিভ (কমার্শিয়াল) এবং এক্সিকিউটিভ (অর্গানাইজেশন) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
এক্সিকিউটিভ (কমার্শিয়াল)
এমবিএ, এমকম বা এমএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এক্সিকিউটিভ (কমার্শিয়াল) পদে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারজ্ঞান থাকতে হবে। অনূর্ধ্ব-৩২ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে পাবনায়।
বিস্তারিত জানতে স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
এক্সিকিউটিভ (অর্গানাইজেশন)
মার্কেটিং থেকে বিবিএ, এমবিএ বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারজ্ঞান থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৩২ বছর বয়সের প্রার্থীরা। নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে ঢাকায় প্রধান কার্যালয়ে।
বিস্তারিত জানতে স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (ফ্লোর-১১), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদন করা যাবে [email protected] ই-মেইল ঠিকানার মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম