বিসিএস পরীক্ষায় নিষিদ্ধ হলো হাতঘড়ি
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কোনো ধরনের হাতঘড়ি ব্যবহার করা যাবে না। পাশাপাশি পকেট ও ইলেকট্রনিক ঘড়ি ব্যবহারও নিষেধ করা হয়েছে।
বিসিএসের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নাছির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘০৮.০১.২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজ্ঞাপনের শর্তানুযায়ী মোবাইল ফোন, সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।’
‘প্রিলিমিনারি টেস্টে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। প্রবেশপত্রের ৪ নম্বর অনুচ্ছেদে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
হাতঘড়ি ব্যবহার না করার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি/পকেটঘড়ি/ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে সময় জানার জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয়সংখ্যক দেয়ালঘড়ি প্রদান করা হবে।’