৪১ হাজার টাকা বেতনে অনভিজ্ঞদের নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড আকর্ষণীয় বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যাংক ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, গণিত, আইন, জনপ্রশাসন, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইইই বা সিএসই থেকে ইঞ্জিনিয়ারিং পাসকারীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের এসব বিষয়ে চার বছর স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২৫ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন ও কর্মস্থল
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৪১ হাজার টাকা। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে ২৫ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৮ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :